উছমানপুর ইউনিয়নের ইতিহাস: উছমানগুনি নামে একজন গুনি লোকের নাম অনুসারে উছমানপুর গ্রামের নাম করণ করা হয়। উক্ত গ্রামটি কুলিয়ারচর ইউনিয়ন অন্তভূর্ক্ত ছিল। এলাকার জনগণের সহজ সেবার সুবিধার্থে ১৯৬৩ইং সালে উছমানপুর গ্রামের আব্দুল মালেক(শালিসিয়ার) নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় উছমানপুর গ্রামের নাম অনুসারে উছমানপুর ইউনিয়ন নামকরণ করা হয়। উছমানপুর ইউনিয়নে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহারাজ ত্রৈলোক্যনাথ গুনি ব্যক্তির জন্ম। অত্র ইউনিয়নে প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব হাজী সৈয়দ মো: ওয়াছ মিয়া।
ইউনিয়ন প্রতিষ্ঠার তারিখ ১৯৬৩খ্রিঃ।
ইউনিয়ন পরিষদের ভূমির পরিমাণ ৩৬ ডেসিমেল।
মোট আয়তন ১০.১৬ বর্গ কিলোমিটার (২৫০১ একর)।
মোট লোকসংখ্যা ১৭,৩৩৭ জন।
পুরুষ ৮,৩০০ জন।
নারী ৯,০৩৭ জন।
সরকারী প্রাথমিক বিদ্যালয়০৫টি।
রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ০২টি।
শিার হার: ৪৭%।
মোট গ্রাম১৩টি।
মোট মসজিদ২৫টি।
মক্তব ১৬টি।
মন্দির০৪টি।
খেলার মাঠ০১টি।
দর্শনীয় স্থান (মহারাজ ত্রৈলোক্য নাথের বাড়ী কাপাসাটিয়া) ০১টি।
ভিজিডি কার্ড৬৫টি।
বয়স্কভাতা৩১৯টি।
বিধবা১৬০টি।
প্রতিবন্ধী৪৬টি।
মাতৃত্বকালীন ভাতা২০টি।
ডাকঘর০২টি
জলাশয় (নাজিরদিঘী)০১টি।
মোট ভোটার সংখ্যা ৮,৪৩৯ জন।
পুরুষ ৪,১৩১ জন।
নারী ৪,৩০৮ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS