উছমানপুর ইউনিয়নের ইতিহাস: উছমানগুনি নামে একজন গুনি লোকের নাম অনুসারে উছমানপুর গ্রামের নাম করণ করা হয়। উক্ত গ্রামটি কুলিয়ারচর ইউনিয়ন অন্তভূর্ক্ত ছিল। এলাকার জনগণের সহজ সেবার সুবিধার্থে ১৯৬৩ইং সালে উছমানপুর গ্রামের আব্দুল মালেক(শালিসিয়ার) নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় উছমানপুর গ্রামের নাম অনুসারে উছমানপুর ইউনিয়ন নামকরণ করা হয়। উছমানপুর ইউনিয়নে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহারাজ ত্রৈলোক্যনাথ গুনি ব্যক্তির জন্ম। অত্র ইউনিয়নে প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব হাজী সৈয়দ মো: ওয়াছ মিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস